বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

আমাদের বিবেক

                        

বাংলাদেশর স্বাধীন এর ৪৪ বছর পার হইয়া গেলেও আমরা আমদের সঠিক পথ আজ ও বুজতে 
পারছি না।কি ভাবচি আমরা? কি করচি?।আজ দেশের ২ টি দল কে অন্ধ বিশ্বাস করছি।আমর আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই।প্রতিবাদ করতে ভুলে গেচি।এর মাসুল আমাদের এই ভোগ করতে হচ্চে।আম্রা কি অন্ধ।আমাদের কি বিবেক নেই বার বার কেন ভুল লোকদের সমাজের দায়িত্ দিচ্চি।ভাল লোক দের দোষ দেই কি করে।তাদের তো আমরাই সমর্থন করছি না ।আমরা কি চিন্তকরি না যদি বি,এন,পি ও ক্ষমতায় আসে তারা আমাদের দেয়ার জন্ন কি করবে বা অতিতে কি করেছিল বা বর্তমান এ কি করে চিল।দিরঘদিন ক্ষমতায় থাকা কালিন তারা দেশে কি করে ছিল আমাদের জন্ন।দুরনিতি,রাজাকার দের গারিতে দশের পতাকা,জঙ্গি বাদ ,গ্রানেড হাম্লা,দলিওকরন,জা লিক্তে গেলে ফুরাবে না।এর পর আসি ক্ষমতা সিন দল ।জারা সাধারন মানুসের দলছিল। কিন্তু তারা আজ তাদের নিতির  পরিবর্তন করেচ।পুজিবাদিদের দল হয়েচে,দুর্নীতি হচ্ছে।বঙ্গবন্ধু ,তাজুদ্দিন আহাম্মেদ এর আদর্শ আজ ভুলুন্থিত।আমারা দেশে জঙ্গি বাদ চাই না তদ্রুপ পুলিশ এর বা পেশি শক্তির শাসন চাই না ।আজ দেশে কাজের ক্ষেত্র বাড়ছে না। শিক্ষিত বেকার তইরি হচ্চে।পুজি বাদি সমাজ তৈরি হচ্চে।কিন্তু আমদের চিন্তার পরিবর্তন হচ্ছে না। দোষ এই দুটো দলের না দোষ আমদের।আম্রা আমদের অধিকার সম্পর্কে সচেতন নই।আবেগ নিয়ে চলি।আর তারা ও বুজছে না যে বার বার তাদের বিশ্বাস করি ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।দেসের স্বার্থে কন আপস নয়।পরিবরতন একদিন হবেয়েই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন