রবিবার, ২৭ মে, ২০১২

youth club: Shakib Al Hasan "world number one all-rounder cri...

youth club: Shakib Al Hasan "world number one all-rounder cri...: Shakib Al Hasanborn 24 March 1987) is a Bangladeshi international cricketer. He is an all-rounder, batting left-handed in the middle order ...

Shakib Al Hasan "world number one all-rounder cricketer.

Shakib Al Hasanborn 24 March 1987) is a Bangladeshi international cricketer. He is an all-rounder, batting left-handed in the middle order and bowling slow left-arm orthodox. He represented Bangladesh at under-19 level, 18 Youth One Day Internationals between 2005 and 2006. Shakib made his One Day International (ODI) debut against Zimbabwe in August 2006, and his Test debut the following May against India. During a match against New Zealand in 2008, Shakib took the best bowling figures by a Bangladesh player in Tests, 7 wickets for 37 runs. Until then, Shakib had been considered more of a batsman than a bowler, although still an all-rounder. From January 2009 to April 2011 and again in March 2012, Shakib was ranked first amongst ODI all-rounders by the ICC. In December 2011, he became the world's top-ranked Test all-rounder.

Shakib was appointed Bangladesh's vice-captain in June 2009 when Mashrafe Mortaza replaced Mohammad Ashraful as captain. During Bangladesh's tour of the West Indies the following month, Mortaza injured himself and Shakib took over the captaincy. He was 22 years old at the time. Initially a temporary position until the recovery of Mortaza, Shakib's success against the West Indies, securing his side's first overseas series win, ensured his retention of captaincy even after Mortaza's recovery. He was named The Wisden Cricketer's "Test Player of the Year" in November 2009. In July 2010, he stepped down from the ODI captaincy to concentrate on his personal performance. Mortaza took over until injury struck again and Shakib was asked to assume the role. Domestically he has represented Khulna Division since 2004, and in 2010 he spent several months playing for Worcestershire in England, becoming the first Bangladeshi player to represent an English county. For the 2011 Indian Premier League, Shakib was contracted by Kolkata Knight Riders. In the 2012 Bangladesh Premier League, he played for Khulna Royal Bengals. He was relieved of captaincy in SepShakib Al Hasan with the Man of the Tournament award in Asia Cup 2012.''


















There will be big celebrations. I don't think we will be able to sleep tonight. I think Shah Rukh has gone mad. I don't know what he is doing."- Shakib Al Hasan

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

youth club: History of the Bangladesh

youth club: History of the Bangladesh: In 1971, Pakistan's military dictator Yahya Khan allowed an election...

History of the Bangladesh
























In 1971, Pakistan's military dictator Yahya Khan allowed an election to be held, gambling that no party would get a clear majority. He was wrong, because an East Pakistani, ethnic Bengali dominated political party got enough votes to stake its claim to form the federal government in Pakistan. This was opposed by the West Pakistani elite and the West Pakistani dominated military. The relationship between Pakistan's two wings, East Pakistan and West Pakistan had remained turbulent. Former Prime Minister of Pakistan Benazir Bhutto recalls being taught at school in West Pakistan that "East Pakistanis are short, dark and eat rice, whilst West Pakistanis are tall, fair and eat wheat". When the victorious East Bengali political party's right to govern was opposed a civil disobedience movement started in East Pakistan that was quelled by furious genocide of ethnic Bengalis by the West Pakistani dominated Army
  • ২৬ মার্চের প্রথম প্রহরে পাক হানাদার বাহিনী নিরস্ত্র নিরপরাধ বাঙালির বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করলে- মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, ‘‘পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে পিলখানায় ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করেছে। ঢাকা, চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্ব শক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান।’’ কোন আপোষ নাই, জয় আমদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল দেশ প্রেমিক ও স্বাধীনতা প্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা।
  • ২৬ মার্চের প্রথম প্রহরে পাক হানাদারবাহিনী বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে মেশিনগান মর্টারের গোলায় আর আগুনের লেলিহান শিখায়। অপরদিকে এই রাতে উদ্ভব হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। নব সূর্যোদয়ের মধ্যদিয়ে সূচিত হয় নতুন প্রতিজ্ঞার ইতিহাস। শুরু হয় মুক্তিযুদ্ধ।
  • স্বাধীন বাংলার অবরুদ্ধ রাজধানী ঢাকা ছাড়া সমগ্র বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতা যুদ্ধের সূচনা দিনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়।
  • বন্দর নগরী চট্টগ্রামকে সশস্ত্র যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত করে দেশের সর্বত্র চলে সশস্ত্র প্রতিরোধ। বঙ্গবন্ধু ঘোষিত বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হ্যন্ডবিল আকারে ইংরেজি ও বাংলায় ছাপিয়ে চট্টগ্রামে বিলি করা হয়।
  • ক্যাপ্টেন রফিক রেলওয়ে হিলে হেড কোয়ার্টার স্থাপন করে চট্টগ্রাম শহর মুক্ত রাখার জন্য তার অধিনস্থ ইপিআর সদস্যদের নিয়ে বীর বিক্রমে যুদ্ধ শুরু করেন।
  • আওয়ামী লীগ শ্রম সম্পাদক জহুর আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামস্থ ইপিআর সদর দফতর থেকে দেশের বিভিন্ন স্থানে ওয়্যারলেস মারফত প্রেরণের ব্যবস্থা করেন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. হান্নান দুপুর ২টা ১০ মিনিটে এবং ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম বেতার থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।’
  • সকালে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে আদমজী কলেজ থেকে বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্ল্যাগ স্টাফ হাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে সারাদিন আটক রেখে সন্ধ্যায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
  • পাক হানাদারবাহিনী ঢাকায় দিনরাত কারফিউ দিয়ে দলে দলে রাস্তায় নেমে ভবন, বস্তি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাসভবনের ওপর ভারি মেশিনগান ও কামানের গোলা নিক্ষেপ করতে থাকে। এলাকার পর এলাকা আগুন লাগিয়ে ভয়ার্ত নর-নারী-শিশুকে অগ্নিদগ্ধ করে এবং গুলি করে হত্যা করে। বিদেশী সাংবাদিকদের হোটেল ইন্টার-কন্টিনেন্টালে আটক রাখা হয়।
  • অবাঙালি নাগরিকদের সহযোগিতায় পাকসেনারা দুপুরে পুরনো ঢাকা আক্রমণ করে এবং মধ্যরাত পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালায়। পাক হানাদার বাহিনী দি পিপল, সংবাদ, ইত্তেফাক, বাংলার বাণী অফিসে এবং কেন্দ্রীয় শহীদ মিনার ট্যাঙ্কের গোলায় ধ্বংস করে দেয়।
  • বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক গণকবর খুঁড়ে সেখানে শত শত লাশ মাটি চাপা দিয়ে তার ওপর বুলডোজার চালায়। নগরীর বিভিন্ন স্থানে সারারাত ধরে হাজার হাজার লাশ মাটি চাপা দেয়া হয়। পুরনো ঢাকায় নিহতদের লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয়।
  • সকালে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো কড়া সামরিক প্রহরায় ঢাকা ত্যাগ করেন। করাচী বিমান বন্দরে পৌঁছে তিনি ঢাকায় ২৫ মার্চের সেনাবাহিনীর অপারেশনের প্রশংসা করে বলেন, আল্লাহকে অশেষ ধন্যবাদ। সোনাবাহিনী পাকিস্তানকে রক্ষা করেছে।

Our national poet




বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,
খোদার আসন “আরশ” ছেদিয়া
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!
মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির-উন্নত শির!

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
আমি দুর্ব্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!
আমি মানি নাকো কোনো আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম,
ভাসমান মাইন!
আমি ধূর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!
বল বীর -
চির উন্নত মম শির!

আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী,
আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী!
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠুমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল্!
আমি চপলা-চপল হিন্দোল!

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,
আমি উদ্দাম, আমি ঝঞ্ঝা!
আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর।
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর।
বল বীর -
আমি চির-উন্নত শির!

রবিবার, ২০ মে, ২০১২

youth club: ঢাকা, মে ২০: রিটের শুনানিতে সর্বশেষ ব্যারিস্টার র...

youth club:
ঢাকা, মে ২০: রিটের শুনানিতে সর্বশেষ ব্যারিস্টার র...
: ঢাকা , মে ২০ : রিটের শুনানিতে সর্বশেষ ব্যারিস্টার রফিকের বক্তব্যের পর আদালত আগামীকাল রায় ঘোষণা করবেন বলে জানান। এই সিদ্ধান্ত জানিয়ে আ...

ঢাকা, মে ২০: রিটের শুনানিতে সর্বশেষ ব্যারিস্টার রফিকের বক্তব্যের পর আদালত আগামীকাল রায় ঘোষণা করবেন বলে জানান।
এই সিদ্ধান্ত জানিয়ে আজকের মতো আদালত মুলতবী ঘোষনা করা হয়।
এর আগে পপুলার লাইফের পরিচালকের আইনজীবী ড. জহির তার ‍যুক্তি তুলে ধরেন। এর আগে বক্তব্য শেষ করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল মুরাদ রেজা। তার আগে ডিএসইর পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর। তার আগে ড. কামাল হোসেন স্বপ্রোনোদিত হয়ে বিনিয়োগকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি শেয়ারবাজার কারসাজির পেছনে কারা দায়ী, বিনিয়োগকারীরা কাদের কারণে আজ সর্বশান্ত তা আদালতকে অবহিত করেন। ড. কামালের আগে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার হাসান আরিফ। তার আগে ব্যারিস্টার ফজলে নূর তাপস তার বক্তব্যে বলেন, সাধারণ বিনিয়োগকারীরা পরিচালকদের কারণে নিঃস্ব হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। রিটের শুনানিতে বক্তব্য উপস্থাপন করেন পপুলার লাইফের পরিচালকের আইনজীবী ড. জহির। এর আগে ডেল্টা লাইফের পরিচালক ড. মো. রওশন আলীকে না জানিয়ে তার স্বাক্ষর জাল করে তাকে রিটে জড়ানোর বিষয়টি শেয়ারনিউজ২৪ডটকমে প্রকাশিত হওয়ার পর আজ আটর্নী জেনারেল আদালতে এ ঘটনা বণর্না করেন। তিনি এ সময় শেয়ারনিউজ২৪ডটকমে প্রকাশিত জাল স্বাক্ষরের প্রমানাদি আদালতে উপস্থান করেন।
কিছুক্ষন আগে বক্তব্য শেষ করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল মুরাদ রেজা। এর আগে ডিএসইর পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর। তার আগে ড. কামাল হোসেন স্বপ্রোনোদিত হয়ে বিনিয়োগকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি শেয়ারবাজার কারসাজির পেছনে কারা দায়ী, বিনিয়োগকারীরা কাদের কারণে আজ সর্বশান্ত তা আদলতকে অবহিত করেন। ড. কমালের আগে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার হাসান আরিফতার আগে ব্যারিস্টার ফজলে নূর তাপস তার বক্তব্যে বলেন, সাধারণ বিনিয়োগকারীরা পরিচালকদের কারণে নিঃস্ব হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন।
এক বিনিয়োগকারী ৭০ লাখ টাকার মূলধন হারিয়ে আর কোনো উপায়ান্ত না পেয়ে জীবনের মায়া ত্যাগ করেন পরিচালকদের কারণে। আর কোম্পানির পরিচালকরা সাধারণ বিনিয়োগকারীদের ফুসলিয়ে পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে। অথচ নির্ধারিত ৬ মাসের মধ্যে তারা শেয়ার না কিনে এখন সময় বাড়ানোর জন্য আদালতে এসেছেন। তিনি আদালতকে বলেন, আপনারা কার কথা শুনবেন? যারা সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করতে পারেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করতে পারেন তাদের কথা?

ডেল্টা লাইফের ১১ পরিচালকের বিষয়ে তিনি বলেন, কোম্পানির শুরুর দিকে পরিচালকদের হাতে যে পরিমান শেয়ার ছিল এখন তা নেই। তিনি এ সংক্রান্ত কাগজপত্র আদালতে উপস্থাপন করে বলেন, পরিচালকরা সাধারণ বিনিয়োগকারীদের ধোকা দিয়ে বাজার ঊর্ধ্বমুখী করে নিজ কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফার টাকা বিদেশে পাচার করেছেন। যে কারণে বর্তমানে তাদের হাতে শেয়ার নেই। তাই এখন যাদের হাতে ২ শতাংশ শেয়ার নেই তাদের এসইসির নির্দেশনা অনুযায়ী শেয়ার কিনতে বাধা কোথায়?
এদিকে ফজলে নূর তাপসের বক্তব্য চলাকালে আদালত মধাহ্ন ভোজের বিরতির কারণে শুনানি স্থগিত করেন। এর আগে সকাল পৌনে ১১টায় শুনানি শুরু হয়। শুরুতে পপুলার লাইফের পরিচালকের আইনজীবী ড. জহির বক্তব্য উপস্থাপন করেন। এরপর বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক তার বক্তব্য উপস্থাপন করেন। ব্যারিস্টার রফিকের পর রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যার্টনী জেনারেল মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন করেন।

এদিকে আজ ব্যারিস্টার রোকনউদ্দিন নুতন রিট করতে গেলে আদালত তা প্রত্যাখান করেন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আব্দুল জলিলের পক্ষে রিট করতে যান।
আদালতে বাদীপক্ষের আইনজীবী হিসাবে উপস্থিত আছেন, . জহির, ব্যারিস্টার রফিক-উল হক, এম ফিদা কামাল। অপরদিকে বিবাদীপক্ষে অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে উপস্থিত আছেন হাসান আরিফ, অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম এবং তানিয়া আমীর।

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের মাননীয় বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চের কার্যতালিকার ৯০ নং ক্রমিক এ রিটটির অসমাপ্ত শুনানি প্রধান বিরোধী দলের ডাকা হরতালের কারণে অনুষ্ঠিত হয়নি।

এরও আগে গত বুধবার বিকাল ৪টায় ৪টি রিটের মধ্যে ২টি রিটের শুনানি শেষে বৃহষ্পতিবার সকালে অসমাপ্ত শুনানির দিন ধার্য করেন বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ। কিন্তু ওইদিন সন্ধ্যায় বিএনপির নেতাদের জামিন না দেয়ায় বৃহষ্পতিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে দলটি। এরপরই বিনিয়োগকারীদের ভাগ্য ও শেয়ারবাজারের হিসেব নিকেশের সময় আরো দীর্ঘ হয়ে যায়।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের শেয়ার ধারণ সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা সব রিটের শুনানি গত বুধবার দুপুর সোয়া ২টায় শুরু হয়। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এনসিসি ব্যাংকের পরিচালক হতে ইচ্ছুক মো. মোবিনের আইনজীবী এম ফিদা কামাল প্রথমে বক্তব্য উপস্থাপন করেন। এরপর এসইসির পক্ষে অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম একটি বিষয়ের ওপর আলোকপাত করলেও বক্তব্য উপস্থাপন করেননি। এরপর পপুলার লাইফের পরিচালক আবুল বাশারের রিটের পক্ষের আইনজীবী ড.এম জহির বক্তব্য উপস্থাপন করেন। এরপর সময় স্বল্পতার কারণে বিকেল ৪টায় আদালত মূলতবী করা হয়।

বুধবার শুনানি শেষে অ্যার্টনী জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আমি এখানে আছি, চেষ্টা করবো এই আইন (এসইসির নির্দেশনা) যেন বহাল থাকে। কেননা এই আইন বহাল থাকলে কেউ শেয়ারবাজারকে অস্থিতিশীল করতে পারবে না। তিনি বলেন, পরিচালক থাকতে হলে ২ শতাংশ শেয়ার রাখতে হবে। নতুন করে পরিচালক হতে হলে ৫ শতাংশ শেয়ার ক্রয় করতে হবে। এটা করা না হলে পরিচালকদের তিন তাসের খেলা বন্ধ হবে না।

অ্যাটর্নীজেনারেল আরো বলেন, শুনছি অনেক আইনজীবী নাকি কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন। তাদের স্বার্থেও আঘাত লাগায় এ রিট করা হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে আমি পরিষ্কার কিছু জানি না।

প্রসঙ্গত, উদ্যোক্তা পরিচালকদের নিজ পদে বহাল থাকতে হলে নিজ প্রতিষ্ঠানের ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। গত ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) এমন নির্দেশনা অনেকে মেনে নিতে পারলেও অধিকাংশ উদ্যোক্তা পরিচালক মেনে নেননি। নির্ধারিত ৬ মাসের মধ্যে ৫ মাস অতিবাহিত হবার পর গত ৮ এপ্রিল এনসিসি ব্যাংকের পরিচালক (মৃত) মাসুদা বেগমের স্বামী আব্দুল মোবিন (স্থলাভিষিক্ত) এসইসির নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের নিষ্পত্তি হতে না হতেই একে একে প্রায় দেড় ডজন পরিচালক একই বিষয়ে রিট করেন। গত ৭ মে পপুলার লাইফের পরিচালক আবুল বাশার, ৮ মে ফনিক্স ফাইন্যান্সের ২ পরিচালক এবং ডেল্টা লাইফের ১১ পরিচালক এসইসির নির্দেশনা চ্যালেঞ্জ করে রিট করে। বিষয়টি একই হওয়ায় আদালত সব রিটের শুনানীর তারিখ গত ১৮ মে নির্ধারণ করেন। কিন্তু ওইদিন শুক্রবার হওয়ায় এনসিসি ব্যাংক ও ডেল্টা লাইফের পরিচালকের অনুরোধে গত বুধবার শুনানীর দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ফনিক্স ফাইন্যান্সের ২ পরিচালকের মধ্যে ইতোমধ্যে এ কাদির চৌধুরী রিট প্রত্যাহার করেছেন। আর অপর পরিচালক রিজিয়া ইউনুসের রিট প্রত্যাহার করার ঘোষণা ও দালিলিক কর্ম সম্পাদন করা হলেও কোর্টে উপস্থাপন না হওয়ায় এখনও প্রত্যাহার সম্পন্ন হয়নি। আর ডেল্টা লাইফের পরিচালক ড. এম রওশন আলীর স্বাক্ষর জাল করে রিট করায়  (শেয়ারনিউজে সংবাদ প্রকাশের পর) তার নামও রিট থেকে প্রত্যাহার করার কথা জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
so please analyse this market and invest safely .and create mentality to long term investment .INshalla its good for all of investor    

What people say and what they mean

we will  continue with our hartal programme until the government finds our leader who is still missing . actual meaning - we are really don,t give two hoots about what,s his name .we just need some excuse to create a situation that make the government appear incompetent ,petty and corrupt
       
real meaning- hartal means ,burning ,playing chase and counter-chase with the police ,getting a few leaders bloodied making sure a few dispensable ordinary people are killed wrecking cars and generally creating enough            panic among the general people so that they don,t come out of their  homes................................................................I have never been involved in any corruption.I have no idea where this money came a rat

শুক্রবার, ১৮ মে, ২০১২

security for civilizatio

The best security for civilization is the dwelling, and upon properly appointed and becoming dwellings depends, more than anything else, the improvement of mankind.

youth club: I am strong

youth club: I am strong: learning martial art can not only make you physically strong,it can make you disciplined ,focused and alert all times .in a volatile and da...

I am strong

learning martial art can not only make you physically strong,it can make you disciplined ,focused and alert all times .in a volatile and dangerous society like ours , being able to defend oneself is a valuable trait . self defense classes can teach us how to break out of an defense class can teach us how to break out of an attackers grasp and how to surprise and distract  them in different scenarios .......................

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

বুধবার, ১৬ মে, ২০১২

Bangladesh need M.p Sohhel Taj

M.p Sohhel Taj , a representative of youth , was inducted in to the cabinet as a state minister and given the portfolio of home ministry .No one could raise allegation him when he was the state minister for home for around five month .Bangladesh need M.p Sohhel Taj 

BAngladesh

Now going vary bad political problem in BAngladesh , all of the people are suffering for it , hartal , destroy our economy , i think all of the political person are not thinking about country . we want to a good leader to true change our country . 

শনিবার, ১২ মে, ২০১২

মা আমার মা ,আমার শতো জনম এর প্রাথনা,মা আমি তোমায় ভালোবাসি । Happy mothers day 2012

রবিবার, ৬ মে, ২০১২

youth club: S.S.C ruselt

youth club: S.S.C ruselt: আজ s.s.c exam এর ফল প্রকাশ ,সকল s.s.c examinees friends  দের জানাই ,congrats , তো্মরা হবে সোনার বাংলা গড়ার অগ্রনী সৈনীক ।আল্লাহ আমাদের সহা...

S.S.C ruselt

আজ s.s.c exam এর ফল প্রকাশ ,সকল s.s.c examinees friends  দের জানাই ,congrats , তো্মরা হবে সোনার বাংলা গড়ার অগ্রনী সৈনীক ।আল্লাহ আমাদের সহায় হন


শনিবার, ৫ মে, ২০১২

asun das k valo basi

ai das ta amader , sobar uporay das , amader deskaey sam ney nia jatey hobey , naijay valo hoi , nijay dasar jnno kaj kori , ak din amra ai das taq key onak sundor koray goray tulbo